Artcell - Onno Shomoy Lyrics | Lyrics Diary

Songs Details;

Band: Artcell

Album: Onnoshomoy

Released: May 5, 2002

Studio: Sound Garden Studio

Genre: Progress Metal, Progressive Rock

Label: G-Series


Onno Shomoy Lyrics;

আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা

হৃদয়ের কলুষতা বিষাক্ততা

দূষিত করছে আমায়

সমাজের নিত্য চাপে


আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা

হৃদয়ের কোন বিষাক্ততায়

দূষিত করছে আমায়

সমাজের নিত্য চাপে


গ্রাস করেছে আমাকে

গ্রহণ লেগেছে সত্তায়

দাসত্বের দাস হয়ে ফিরছি

বিবাগী পথিকের বেশে

বারে বারে একই ঠিকানায়

বিবাগী পথিকের বেশে

বারে বারে একই ঠিকানায়


মানুষ এগিয়ে যায় অন্য সময়ে

আকাশ বদলে যায় অন্য আকাশে

দেহের বায়ু ক্রমশ ফিরিয়ে

জীবনের চাহিদা কিছু বাকী রয়ে যায়

হৃদয়ের পাখি কখনো বন্দি খাঁচায়

জীবনের সীমানা দূরে দেখা যায়


মুক্তির সিঁড়ি পেরিয়ে

কে বা তার দেখা পায়

দাসত্বের দাস হয়ে ফিরছি

বিবাগী পথিকের বেশে

বারে বারে একই ঠিকানায়

বিবাগী পথিকের বেশে

বারে বারে একই ঠিকানায়

Post a Comment

0 Comments