Tahsan Khan - Momer Deyal ( মোমের দেয়াল ) Lyrics | Lyrics Diary

Songs Details;

গানের নাম: মোমের দেয়াল

শিল্পী: তাহসান খান

গানের কথা লিখেছেন: তাহসান খান

সুর এবং মিউজিক করেছেন: রুম্মান চৌধুরী

এ্যালবাম: দূরবীন ( শর্ট ফিল্ম )


Momer Deyal Lyrics;

মোমের দেয়াল উঠোনে

বারান্দায় তুমি

একটু দূরে দাঁড়িয়ে

রোদের হাতছানি!


ভেঙে দিয়ে সে মোমের দেয়ালটা

আসবে আমার কোলে

নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী

আসবে সে আমারই!


চলো ভেঙে দেই সে দেয়াল

সমাজের ঠুনকো খেয়াল

বাঁচি দুজনায় মায়াতে

মায়ার দেয়াল!


চলো ভেঙে দেই সে দেয়াল

সমাজের ঠুনকো খেয়াল

বাঁচি দুজনায় মায়াতে

মায়ার দেয়াল!


হলদে সাগরে হাত ধরে

সূর্য সাঁতারে

হাতে হাত চোখে চোখ

সত্য খোঁজার লোক!


ভেঙে দিয়ে সে স্বপ্ন গুলো

সমাজটা জিতে যায়

রক্ত দিয়ে কি অবশেষে

ভাঙতে হবে দেয়াল!


তুমি কখনও কি হবে না

আমার হবে না মায়াতে

মোমের দেয়াল কখনও

কি ভাঙা হবে না?


তুমি কখনও কি হবে না

আমার হবে না মায়াতে

মোমের দেয়াল কখনও

কি ভাঙা হবে না?


মোমের দেয়াল এই ছাদে

ঘুড়ির সুতো টানা

একটু দূরে দাঁড়িয়ে

কাছে যেতে মানা!


ছিড়ে দিয়ে সে ঘুড়ির সুতোটা

আসবে আমার কোলে

নিয়ম ভাঙতে যে দৃঢ় প্রত্যয়ী

আছে সে আমারই!


চলো ভেঙে দেই সে দেয়াল

সমাজের ঠুনকো খেয়াল

বাঁচি দুজনায় মায়াতে

মায়ার দেয়াল!


তুমি কখনও কি হবে না

আমার হবে না মায়াতে

মোমের দেয়াল কখনও

কি ভাঙা হবে না?

Post a Comment

0 Comments