Tahsan - Prem Tumi Lyrics (প্রেম তুমি) | Lyrics Diary

Song Details;

Song : Prem Tumi 

Telefilm/Natok : Angry Bird (2015)

Singer : Tahsan

Music Director : Sajid Sarkar

Lyrics : Ador

Label : Cd Choice


Prem Tumi Lyrics;

আমার কল্পনা জুড়ে

যে গল্পেরা ছিলো

আড়ালে সব লুকোনো।

সেই গল্পেরা সব

রঙিন হল পলকে

তোমাকে হঠাৎ পেয়ে যেন।


প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সে পথ শুধু নেই তুমি

বল কোথায় আছো অভিমানী।


আমার কল্পনা জুড়ে

যে গল্পেরা ছিলো

আড়ালে সব লুকোনো।

সেই গল্পেরা সব

রঙিন হল পলকে

তোমাকে হঠাৎ পেয়ে যেন।


প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সে পথ শুধু নেই তুমি

বল কোথায় আছো অভিমানী,

অভিমানী..


সব থেকেও কি যেন নেই

তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে

আমার ভাল লাগা গুলো সব

তোমায় ভেবে সাজে রোজ রোজ এই মনে।


প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সে পথ শুধু নেই তুমি

বল কোথায় আছো অভিমানী।


চেয়ে থাকা দূর বহুদূর

যে পথে আজও রয়ে গেছো স্মৃতির পাতায়

এসোনা আর একটি বার

স্বপ্ন যত সাজাতে আবার শুনছ কি আমায়।


প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজও আছে সে পথ শুধু নেই তুমি

বল কোথায় আছো অভিমানী।


(গানটির গিটার কর্ড এখানে দেওয়া আছে)

Post a Comment

0 Comments